Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
হজ্বের নিবন্ধন কার্যক্রম শুরু ১৬ মে, চলবে ৩ দিন

রোববার

০৬ জুলাই ২০২৫


২২ আষাঢ় ১৪৩২,

০৯ মুহররম ১৪৪৭

হজ্বের নিবন্ধন কার্যক্রম শুরু ১৬ মে, চলবে ৩ দিন

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৩:০৭, ১৩ মে ২০২২   আপডেট: ১৩:২৫, ১৩ মে ২০২২
হজ্বের নিবন্ধন কার্যক্রম শুরু ১৬ মে, চলবে ৩ দিন

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

ঢাকা (১৩ মে): আগামী ১৬ থেকে ১৮ মে তিন দিনব্যাপী সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজ্ব পালনের জন্য নিবন্ধন কার্যক্রম চলবে। গতকাল বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি ব্যবস্থাপনার ক্ষেত্রে ২০২০ সালের নিবন্ধিত সব হজ্বযাত্রী এবং প্রাক-নিবন্ধনের সর্বশেষ ক্রমিক নম্বর ২৫ হাজার ৯২৪ পর্যন্ত এ বছর হজ্বের নিবন্ধনের আওতায় আসবেন। আর বেসরকারি ব্যবস্থাপনার ক্ষেত্রে এবার নিবন্ধনের আওতায় আসবেন ২০২০ সালের সব নিবন্ধিত ব্যক্তি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হজ্বযাত্রী হিসেবে নিবন্ধনের জন্য আবশ্যিকভাবে পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট স্ক্যান করে পূরণ করতে হবে নিবন্ধন তথ্য। পাসপোর্টের মেয়াদ হজ্বের দিন থেকে পরবর্তী ছয় মাস অর্থাৎ ২০২৩ সালের ৪ জানুয়ারি পর্যন্ত থাকতে হবে। হজ্বযাত্রীর দাখিল করা পাসপোর্ট যাচাই করা হবে অনলাইনে।

হজ্বের লক্ষ্যে নিবন্ধনের পর কেউ যদি হজ্বে যেতে না পারেন, তাহলে শুধু বিমানভাড়া এবং খাবার বাবদ গ্রহণ করা টাকা ফেরত পাবেন উল্লেখ করে এতে বলা হয়। তবে, বিমানের টিকিট নিশ্চিত হওয়ার পর হজ্বযাত্রা বাতিল করলে সেই টিকিটের টাকা তারা ফেরত পাবেন না বলেও সেখানে জানানো হয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়