বৃহস্পতিবার

২৫ এপ্রিল ২০২৪


১২ বৈশাখ ১৪৩১,

১৬ শাওয়াল ১৪৪৫

সরকার বিধিনিষেধ দিতে পারে, মানার দায়িত্ব জনগণের: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৩:২৩, ২১ জানুয়ারি ২০২২  
সরকার বিধিনিষেধ দিতে পারে, মানার দায়িত্ব জনগণের: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি, সংগৃহিত

ঢাকা (২১ জানুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকার বিধিনিষেধ দিতে পারে, কিন্তু মানার দায়িত্ব জনগণের। জনগণই পারবে দেশের অর্থনৈতিক অগ্রগতি চালিয়ে নিতে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত দেশের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে বিশেষ সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, জনগণ ইচ্ছা করলে সবই সম্ভব। তাদের ইচ্ছার ওপরই নির্ভর করে আমরা কত তাড়াতাড়ি এই সংক্রমণ থেকে বেরিয়ে আসতে পারব।

তিনি আরও বলেন, আমরা পৃথিবীর অবস্থা দেখতে পারছি, আমাদের নিজেদেরও অভিজ্ঞতা হয়েছে। সে পরিস্থিতি বুঝে, নিজেদের অভিজ্ঞতার আলোকে যথাযথ পদক্ষেপ আমাদের প্রত্যেকেরই নেওয়া দরকার।

উল্লেখ্য,  করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় স্কুল-কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দু’সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে বলে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ওই প্রজ্ঞাপনে আরও কয়েকটি বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়