বৃহস্পতিবার

২৫ এপ্রিল ২০২৪


১২ বৈশাখ ১৪৩১,

১৬ শাওয়াল ১৪৪৫

ইসি পুর্নগঠন: কাল রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ 

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৪:৫৬, ১৬ জানুয়ারি ২০২২  
ইসি পুর্নগঠন: কাল রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ 

ছবি: সংগৃহীত

ঢাকা (১৬ জানুয়ারি): নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে আগামীকাল সোমবার অংশ নেবে আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১০ সদদ্যের প্রতিনিধিদল এতে অংশ নেবে।

সোমবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ এবং সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে গত ২০ ডিসেম্বর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টিকে দিয়ে শুরু হয় সংলাপ। মোট ৩১টি দলকে সংলাপে আমন্ত্রণ জানালেও এর মধ্যে বিএনপি, সিপিবিসহ পাঁচটি দল সংলাপ বর্জন করেছে।
 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়