বৃহস্পতিবার

২৫ এপ্রিল ২০২৪


১২ বৈশাখ ১৪৩১,

১৬ শাওয়াল ১৪৪৫

করোনায় মৃত্যু শূন্য বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৩৩, ৯ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৬:৪০, ৯ ডিসেম্বর ২০২১
করোনায় মৃত্যু শূন্য বাংলাদেশ

গ্রাফিক্স:বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (০৯ ডিসেম্বর): সারাদেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। এর আগের দিন সারাদেশে মৃত্যুর  সংখ্যা ছিল পাঁচজন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৬ জন। এতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬২ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ২২ শতাংশ।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে। নতুন করে এতে আক্রান্ত হয়েছেন ২৬২ জন। আগের দিন এ সংখ্যা ছিল ২৭৭ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৫৫০ জনে।

এতে আরও বলা হয়েছে ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৮৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১৫ লাখ ৪৩ হাজার ৪৯১ জন হয়েছে।

এতে আরো বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২১ হাজার ৪৯৬ টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও ২৬২ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ২২। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ৩৫।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়