Anwar Ispat

শনিবার

২২ জানুয়ারি ২০২২


৯ মাঘ ১৪২৮,

১৭ জমাদিউস সানি ১৪৪৩

Rangdhonu Group

ফাইজারের বুস্টার ডোজ ওমিক্রন ‘ঠেকাবে’ 

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৩:০২, ৯ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৩:০৭, ৯ ডিসেম্বর ২০২১
ফাইজারের বুস্টার ডোজ ওমিক্রন ‘ঠেকাবে’ 

ফাইল ছবি

KSRM

ঢাকা (০৯ ডিসেম্বর): করোনার নতুন ধরন ‘ওমিক্রন’-এর বিরুদ্ধে ফাইজারের বুস্টার ডোজ কার্যকর বলে দাবি করা হয়েছে। এই টিকার উদ্ভাবক যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির প্রতিষ্ঠান বায়ো-এনটেক যৌথ বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে ‘বিবিসি’।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই বিবৃতিতে বলা হয়েছে, করোনাভাইরাস প্রতিরোধী ফাইজারের তিন ডোজ করোনার নতুন ধরন ওমিক্রন ‘রুখে দিতে’ সক্ষম দেখাবে। ওমিক্রনের ওপর ফাইজারের টিকার কার্যকারিতা নিয়ে গবেষণাগারে বিভিন্ন পরীক্ষার পর প্রাপ্ত ফলে দেখা যায়, এই টিকার দুই ডোজ নতুন ও ওমিক্রনের বিরুদ্ধে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি করতে পারছে না। তবে, তৃতীয় ডোজটি (বুস্টার ডোজ) দেওয়ার পরই দেখা গেছে আক্রান্তের শরীরে ওমিক্রন প্রতিরোধী ক্ষমতা বাড়ছে ২৫ শতাংশ।

তারা আরও জানায়, কমপক্ষে এক মাস আগে ফাইজারের তৃতীয় বা বুস্টার ডোজ নেওয়া ব্যক্তির রক্তের নমুনা পরীক্ষায় দেখা গেছে, তাদের করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হওয়ার আশঙ্কা অন্যান্যদের তুলনায় অনেক কম। ফাইজার কর্তৃপক্ষ জানিয়েছে, বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ থাকলেও ওমিক্রন প্রতিরোধী টিকা তৈরিতে তাদের চেষ্টা অব্যাহত থাকবে।
 

UCB
Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়