বুধবার

২৪ এপ্রিল ২০২৪


১১ বৈশাখ ১৪৩১,

১৪ শাওয়াল ১৪৪৫

ফোর্বসের প্রভাবশালী নারীর তালিকায় ৪৩তম শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৩৬, ৮ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৮:৪১, ৮ ডিসেম্বর ২০২১
ফোর্বসের প্রভাবশালী নারীর তালিকায় ৪৩তম শেখ হাসিনা

ছবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা (০৮ ডিসেম্বর): বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় ৪৩তম অবস্থানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিন মঙ্গলবার এ তালিকা প্রকাশ করেছে।

এ তালিকার প্রথম স্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কট। দ্বিতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ফোর্বস লিখেছে, 'বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ হাসিনা ওয়াজেদ টানা তিনবারসহ চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে সংসদের ৩০০ আসনের মধ্যে ২৮৮টিতেই জয় পায় তার দল আওয়ামী লীগ।'

ফোর্বস বলছে, 'এবারের মেয়াদই নিজের জন্য শেষ হিসেবে মনে করেন শেখ হাসিনা। এই মেয়াদে তিনি জনগণের জন্য খাদ্য নিরাপত্তা এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা করেছেন।'

ফোর্বস আরও লিখেছে, ‘শেখ হাসিনার চলমান লড়াই বাংলাদেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করছে। বাংলাদেশের নির্বাচনে ভোটারদের দমনের অভিযোগ শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ অস্বীকার করেছে।’

ফোর্বসের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দ। চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন জেনারেল মোটরসের সিইও ম্যারি বারা। পঞ্চম স্থানে রয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। তালিকায় দক্ষিণ এশিয়ার নারীদের মধ্যে শীর্ষে অবস্থান করছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সিতারমন। এ তালিকাতে তিনি আছেন ৩৭ নম্বরে।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়