Anwar Ispat

সোমবার

১৭ জানুয়ারি ২০২২


৪ মাঘ ১৪২৮,

১২ জমাদিউস সানি ১৪৪৩

Rangdhonu Group

করোনায় ৫ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৩৩, ৭ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৮:০০, ৭ ডিসেম্বর ২০২১
করোনায় ৫ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত

গ্রাফিক্স:বিজনেস ইনসাইডার বাংলাদেশ

KSRM

ঢাকা (০৭ ডিসেম্বর): সারাদেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এর আগের দিন সারাদেশে মৃত্যুর এ সংখ্যা ছিল চারজন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১০ জন। এতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯১ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৪৫ শতাংশ।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। নতুন করে এতে আক্রান্ত হয়েছেন ২৯১ জন। আগের দিন এ সংখ্যা ছিল ২৭৭ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ১১ জনে।

এতে আরও বলা হয়েছে ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩০৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১৫ লাখ ৪২ হাজার ৯০৮ জন হয়েছে।

এতে আরো বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২০ হাজার ১৪ টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও ২৯১ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৪৫। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ৪৪।

 

UCB
Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়