শুক্রবার

২৯ মার্চ ২০২৪


১৫ চৈত্র ১৪৩০,

১৯ রমজান ১৪৪৫

গাজীপুর সিটি কর্পোরেশনে তিন সদস্যের প্যানেল মেয়র গঠন

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:১৩, ২৫ নভেম্বর ২০২১  
গাজীপুর সিটি কর্পোরেশনে তিন সদস্যের প্যানেল মেয়র গঠন

ছবি: সংগৃহীত

ঢাকা (২৫ নভেম্বর): গাজীপুর সিটি কর্পোরেশনে তিন সদস্যের প্যানেল মেয়র গঠন করে দিয়েছে সরকার। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে কিনা, দু-এক দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে আপত্তিকর মন্তব্য করায় গত শুক্রবার মেয়র জাহাঙ্গীর আলমের প্রাথমিক সদস্যপদ বাতিলের পাশাপাশি তাকে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বহিস্কারের পর তার মেয়র পদ থাকবে কিনা, এ বিষয়ে আইন পর্যালোচনা করছে সরকার। ওই সময় তাজুল ইসলাম বলেছিলেন, ‘গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের বিষয়ে আইন পর্যালোচনা করা হচ্ছে, আরও দুই-তিনদিন সময় লাগবে। তারপরই বলা যাবে যে ওনার অবস্থান কী হবে?’
 
পাশাপাশি একইদিন রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দেওয়ার কথাও জানান।
 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়