শুক্রবার

১৯ এপ্রিল ২০২৪


৬ বৈশাখ ১৪৩১,

১০ শাওয়াল ১৪৪৫

স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণে জাতিসংঘের সুপারিশ

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৩:৫৫, ২৫ নভেম্বর ২০২১  
স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণে জাতিসংঘের সুপারিশ

ছবি: সংগৃহীত

ঢাকা (২৫ নভেম্বর) : জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে উত্তরণে ঐতিহাসিক প্রস্তাব গ্রহণ করেছে।

ওই প্রস্তাব গ্রহণের পর জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যায় এক টুইট বার্তায় এ তথ্য জানান। 

এ সময় তিনি উচ্ছ্বাস প্রকাশ করে  বলেন, আমাদের স্বাধীনতার ৫০তম বার্ষিকী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে।  

টুইটার বার্তায় তিনি আরও বলেন, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ এবং জাতীয় আকাঙ্ক্ষার পরিপূর্ণতা।

এদিকে, জাতিসংঘের সরকারি ওয়েবসাইটে বলা হয়েছে, ২৪ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষষদ বাংলাদেশ, লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক ও নেপালকে এলডিসি’র কাতার থেকে উত্তরণে প্রস্তাব গ্রহণ করেছে।

জাতিসংঘ জানিয়েছে, পাঁচ বছরের প্রস্তুতিমূলক সময়ের পর স্বল্পোন্নত দেশের কাতার থেকে এই তিন দেশের উত্তরণ ঘটবে। সাধারণত প্রস্তুতির জন্যে তিন বছরের সময় দেওয়া হয়। কিন্তু, কোভিড-১৯ এর কারণে আর্থ-সামাজিক ক্ষতির কারণে প্রস্তুতির এ সময় বাড়িয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১৯৭১ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়। ১৯৭৫ সালে বাংলাদেশ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়। 

সূত্র: বাসস
 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়