রোববার

১২ মে ২০২৪


২৯ বৈশাখ ১৪৩১,

০৪ জ্বিলকদ ১৪৪৫

রোগী বাড়লে অক্সিজেন সংকট হতে পারে: স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:৪০, ৪ জুলাই ২০২১   আপডেট: ০১:০৫, ৫ জুলাই ২০২১
রোগী বাড়লে অক্সিজেন সংকট হতে পারে: স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা

ঢাকা (৪ জুন): বর্তমানে অক্সিজেনের উৎপাদন ও সরবরাহে কোনো সংকট না থাকলেও রোগীর সংখ্যা বেড়ে গেলে সেটা মোকাবিলা করা চ্যালেঞ্জ হতে পারে। 

রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত সংবাদ বুলেটিনে এসব কথা বলা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র মো. নাজমুল ইসলাম বলেন, বছরের ২৫তম সপ্তাহের তুলনায় ২৬তম সপ্তাহে রোগী বেড়েছে ৫১ শতাংশ। একই সময়ে মৃত্যু বেড়েছে ৪৬ শতাংশ।

এক প্রশ্নের জবাবে নাজমুল ইসলাম বলেন, অক্সিজেন-সংকটে রোগীর মৃত্যুর যে অভিযোগ উঠেছে, তা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে তা সাংবাদিকদের জানানো হবে।

‘মডার্নার টিকা কীভাবে দেওয়া হবে’ তা এখনো চূড়ান্ত হয়নি উল্লেখ করে নাজমুল ইসলাম বলেন, এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কাজ করছে। 

ভারতে আটকা পড়া বাংলাদেশিরা শুধু স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ঢুকতে পারবেন জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র জানান, ভারতে আটকা পড়া ব্যক্তিরা সপ্তাহে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার স্থলবন্দর দিয়ে দেশে ঢুকতে পারবেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়