শনিবার

১১ মে ২০২৪


২৮ বৈশাখ ১৪৩১,

০৩ জ্বিলকদ ১৪৪৫

মগবাজারে ওই বিস্ফোরণস্থল থেকে গ্যাস বের হচ্ছে

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:১৭, ৪ জুলাই ২০২১  
মগবাজারে ওই বিস্ফোরণস্থল থেকে গ্যাস বের হচ্ছে

ছবি: মগবাজারের বিস্ফোরণের ঘটনায় বিধ্বস্ত একটি ভবন, বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (০৪ জুলাই): রাজধানীর মগবাজারের মর্মান্তিক বিস্ফোরণের স্থান থেকে গ্যাস বের হচ্ছে। আজ রবিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্টেশন অফিসার ইউনুস আলীর নেতৃত্বে ঘটনাস্থলে কাজ করছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-পরিচালক দিনমণি শর্মা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর পূর্বে, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মো. নূরুল্লাহ জানিয়েছিলেন বিস্ফোরণে বিধ্বস্ত ওই ভবন ও এর দুই পাশের ভবনে তিতাসের কোনো গ্যাস-সংযোগ নেই। এ ছাড়া, ফায়ার সার্ভিস ওই ভবনে যে গ্যাসলাইনের অস্তিত্ব পেয়েছিল, তা অচল বলেও তখন তিনি দাবি করেছিলেন।

প্রসঙ্গত, ২৭ জুন সন্ধ্যায় মগবাজারের ওয়ারলেস গেট একটি ভবনে বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় ১১ জন মারা গেছেন। আহত হয় শতাধিক মানুষ।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়