শনিবার

১১ মে ২০২৪


২৮ বৈশাখ ১৪৩১,

০৩ জ্বিলকদ ১৪৪৫

‘কঠোর লকডাউন’ 

চতুর্থ দিনেও সড়কে কড়া নজরদারি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৫৪, ৪ জুলাই ২০২১   আপডেট: ২১:২৬, ৪ জুলাই ২০২১
চতুর্থ দিনেও সড়কে কড়া নজরদারি

ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (০৪ জুলাই): করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাত দিনের ‘কঠোর লকডাউন’ (বিধিনিষেধ)-এর আজ রবিবার চতুর্থ দিন। এ দিনও লকডাউন কার্যকর করতে মাঠে রয়েছেন পুলিশ, সেনা, বিজিবি ও র‌্যাব সদস্যরা কড়া অবস্থান নিয়েছেন। 

আজও রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে  চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলে জরিমানা এবং গ্রেফতার করাও হচ্ছে। 

অবশ্য, জরুরি পরিষেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখিয়ে ও প্রয়োজনীয়তার বিষয়টি নিশ্চিত করে জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে গন্তব্যে বা কর্মস্থলে যেতে পারছেন।

জরুরি প্রয়োজন ছাড়া অযথা বাইরে বের হওয়ায় গতকাল শনিবারও রাজধানী থেকে ৬২১ জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের আটটি বিভাগের সমন্বিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। অপরদিকে লকডাউনের তৃতীয় দিনে নিষেধাজ্ঞা অমান্য করায় সারাদেশে ২৭৭ জনকে প্রায় দুই লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব। 

উল্লেখ্য, গত ১ জুলাই থেকে সাতদিনের ‘কঠোর লকডাউন’ ঘোষণা করা হয়। এ সময় জরুরি প্রয়োজনে বাইরে বের হতে হলে মাস্ক পরে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে চলাফেরার কথাও বলা হয়েছে নির্দেশনায়। এ লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া বন্ধ আছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত সব অফিস।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়