রোববার

১২ মে ২০২৪


২৯ বৈশাখ ১৪৩১,

০৪ জ্বিলকদ ১৪৪৫

করোনায় ১৩৪ জনের মৃত্যু, শনাক্ত ৬,২১৪

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৪৭, ৪ জুলাই ২০২১   আপডেট: ০১:০৬, ৪ জুলাই ২০২১
করোনায় ১৩৪ জনের মৃত্যু, শনাক্ত ৬,২১৪

ইনফোগ্রাফ: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (০৩ জুলাই): সারাদেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় ১৩৪ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এ সংখ্যা ছিল ১৩২। এ নিয়ে বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯১২ জন। এদিকে ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬,২১৪ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৩৯ শতাংশ।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় ১৩৪ জনের মৃত্যু এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে গত ২৭ জুন ১১৯ জনের মৃত্যু হয়েছিল। ৩০ জুন মারা যান ১১৫ জন। ১ জুলাই সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়। এরপর ২ জুলাই ১৩২ জন মারা যান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের সংখ্যার সঙ্গে হারও কমেছে। নতুন করে এতে আক্রান্ত হয়েছেন ছয় হাজার ২১৪ জন। আগের দিন এ সংখ্যা ছিল আট হাজার ৪৮৩ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জনে।

এতে আরও বলা হয়েছে ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও তিন হাজার ৭৭৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে আট লাখ ২৯ হাজার ১৯৯ জন হয়েছে।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ১৩৪ জনের মধ্যে ৮৪ জন পুরুষ এবং ৫০ জন নারী। এদের মধ্যে ১২৭ জন হাসপাতালে এবং ৭ জন বাড়িতে মারা গেছেন। এদের মধ্যে রাজধানী ঢাকায় ৩৮ জন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে ২৩ জন, খুলনায় ৩৯ জন, বরিশালে ৩জন, সিলেটে ১জন, রংপুরে ১৫ জন এবং ময়মনসিংহে ৪জন মৃত্যুবরণ করেছেন।  

বয়স বিবেচনায় ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩০ এবং ৬০ বছরের উর্ধ্বে রয়েছেন ৬৫ জন।  

এতে আরো বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২২ হাজার ৬৮৭টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও ছয় হাজার ২১৪ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৩৯। গতকাল শনাক্তের হার ছিল ২৮ দশমিক ২৭।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়