শনিবার

১১ মে ২০২৪


২৮ বৈশাখ ১৪৩১,

০৩ জ্বিলকদ ১৪৪৫

স্বাস্থ্যবিধি মেনে জুমার নামাজ আদায়, উপস্থিতি কম

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:১১, ২ জুলাই ২০২১   আপডেট: ২৩:১৫, ২ জুলাই ২০২১
স্বাস্থ্যবিধি মেনে জুমার নামাজ আদায়, উপস্থিতি কম

আজ জুমার নামাজের আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভেতরের চিত্র

ঢাকা (০২ জুলাই): সারাদেশে স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে মাস্ক পরে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। তবে, দু’এক স্থানে তার কিছু ব্যত্যয় বা ত্রুটি পরিলক্ষিত হয়েছে।

দেশব্যাপী ‘কঠোর লকডাউনে’ মসজিদগেুলোতে জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের সংখ্যা তুলনামূলক কম ছিল। যার ব্যতিক্রম ছিল না জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও। সেখানেও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা বেশি লক্ষ করা গেছে। 

আজকের জুমার নামাজে অন্যান্য সময়ের জুমার নামাজের তুলনায় বেশ ফাঁকা ছিল মুসল্লিদের চলাফেরা ও অবস্থান। মূল চত্বর ছাড়া বারান্দা-সিঁড়িসহ বিভিন্ন স্থান প্রায় খালি ছিল। 

মসজিদগুলোর অধিকাংশই দেখা যায়, ভেতরে একটির পর একটি কাতার ছেড়ে মুসল্লিরা বসেছেন। এ ছাড়া বেশিরভাগ কাতারেই দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হচ্ছে। 

এদিকে অজুখানাসহ বিভিন্ন স্থানে হাত ধোয়ার ব্যবস্থা ছিল। পাশাপাশি আগত মুসল্লিদের বেশির অংশকেই মাস্ক পরে মসজিদে আসতে দেখা গেছে। অধিকাংশের কাছেই নিজ নিজ জায়নামাজ ছিল।

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় জুমা ও পাঁচ ওয়াক্তের নামাজ এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আগে ও পরে কিছু বিষয়ে শর্ত বেধে দিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

এদিকে, ‘কঠোর লকডাউনে’র ফলে দূর এলাকা থেকে বায়তুল মোকাররমে এসে নামাজ পড়ার সুযোগ নেই। এ ছাড়া, রাজধানীর ধানমণ্ডি, কলাবাগান, পান্থপথ, গ্রীনরোড এলাকার মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা নামাজ আদায় করেছেন বলে জানা গেছে। অন্যান্য অঞ্চলেও কিছু ব্যতিক্রম বাদে এমনটিই দেখা গেছে আজ।

রাজধানীর শনির আখড়া, সায়েদাবাদ, নারিন্দা, ধলপুর ও মোহাম্মদপুর ঘুরে দেখা গেছে অন্য সময়ের তুলনায় আজ মসজিদে অনেক কম মুসল্লি এসেছেন। অধিকাংশ মুসল্লি স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করেছেন। 

নামাজের পর মসজিদগুলোতে দেশের সমৃদ্ধি এবং দেশবাসী ও বিশ্ববাসীর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় করোনাভাইরাস থেকে মুক্তি পেতেও দোয়া করা হয়।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়