শনিবার

১১ মে ২০২৪


২৮ বৈশাখ ১৪৩১,

০৩ জ্বিলকদ ১৪৪৫

দেশে ফিরেছেন ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৭ জন

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:০১, ২ জুলাই ২০২১   আপডেট: ২২:২৩, ২ জুলাই ২০২১
দেশে ফিরেছেন ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৭ জন

ছবি: হযরত শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

খুলনা (০২ জুলাই): অবৈধভাবে ইউরোপে যাওয়ার সময় ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৭ বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার আফ্রিকার দেশ তিউনিসিয়া থেকে বৃহস্পতিবার তারা হযরত শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ১৭ জন বাংলাদেশিকে দেশে ফিরে আসার ব্যবস্থা করেছে।

বাংলাদেশে ফেরার আগে, অভিবাসীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। আইওএম তাদের খাবার, আবাসন, দেশে ফেরার আগে প্রয়োজনীয় পরিবহন সহায়তা, পরামর্শ এবং তাদের জন্য বিমানের ব্যবস্থা করেছে।

দেশে যাত্রা করার আগে বিমানবন্দর থেকে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য নগদ সহায়তাও দেওয়া হয়েছে।

এর পাশাপাশি, তাদের প্রত্যেককে আরো সহায়তাও দেওয়া হবে।

সাগর থেকে উদ্ধার হওয়া এই বাংলাদেশিদের বাড়ি ফেরাতে সহায়তার জন্য আইওএম তিউনিশিয়ার কর্তৃপক্ষ এবং লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করেছে। তাদের আন্তরিক সহযোগিতার কারণেই এরা খুব সহজে দেশে ফিরে আসতে পেরেছেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়