শনিবার

১১ মে ২০২৪


২৮ বৈশাখ ১৪৩১,

০৩ জ্বিলকদ ১৪৪৫

জুলাই জুড়ে বিনামূল্যে করোনা পরীক্ষার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৪:২২, ২ জুলাই ২০২১  
জুলাই জুড়ে বিনামূল্যে করোনা পরীক্ষার সিদ্ধান্ত

ছবি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের লোগো

ঢাকা (০১ জুলাই): জুলাই মাস জুড়ে বিনামূল্যে করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত তথ্য বিবরণীতে এ তথ্য জানা গেছে। 

এতে বলা হয়েছে, দেশে করোনা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ায় ও একই সময়ে একই পরিবারে একাধিক ব্যক্তির করোনায় আক্রান্ত হওয়ায় দেশের অপেক্ষাকৃত দরিদ্র মানুষের করোনা পরীক্ষার ফি প্রদান করা কষ্টকর হয়েছে। কোভিড-১৯ নির্মূলে অধিক হারে করোনা পরীক্ষা করা জরুরি এবং লকডাউন চলাকালীন সময়ে দেশের সাধারণ মানুষের আর্থিক অবস্থা বিবেচনা করে জুলাই মাস জুড়েই বিনামূল্যে করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য সেবা বিভাগ।

এতে আরো বলা হয়, আজ সন্ধ্যায় স্বাস্থ্য সেবা বিভাগের উপ সচিব বিলকিস বেগম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর ফলে, গোটা জুলাই মাস জুড়ে দেশের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে এই নির্দেশনা বলবৎ থাকবে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়