শনিবার

১১ মে ২০২৪


২৮ বৈশাখ ১৪৩১,

০৩ জ্বিলকদ ১৪৪৫

করোনায় সর্বোচ্চ রেকর্ড ১৪৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:২৮, ২ জুলাই ২০২১   আপডেট: ০১:০৫, ২ জুলাই ২০২১
করোনায় সর্বোচ্চ রেকর্ড ১৪৩ জনের মৃত্যু

ইনফোগ্রাফ: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (০১ জুলাই): সারাদেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এটাই এ পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। আগের দিন এ সংখ্যা ছিল ১১৫। এ নিয়ে বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪৬ জন। এদিকে ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮,৩০১ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৫ দশমিক ৯০ শতাংশ।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এটাই এ পর্যন্ত দেশে একদিনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত ২৭ জুন সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের সংখ্যা কমেছে তবে শনাক্তের হার বেড়েছে। নতুন করে এতে আক্রান্ত হয়েছেন আট হাজার ৩০১ জন। আগের দিন এ সংখ্যা ছিল আট হাজার ৮২২ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জনে।

এতে আরও বলা হয়েছে ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও চার হাজার ৬৬৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে আট লাখ ২০ হাজার ৯১৩ জন হয়েছে।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ১৪৩ জনের মধ্যে ৯০ জন পুরুষ এবং ৫৩ জন নারী। এদের মধ্যে ১৩২ জন হাসপাতালে এবং ১১ জন বাড়িতে মারা গেছেন। এদের মধ্যে রাজধানী ঢাকায় ৩৫ জন, চট্টগ্রামে ১৫ জন, রাজশাহীতে ১৯ জন, খুলনায় ৪৬ জন, বরিশালে ৮জন, সিলেটে ৭জন, রংপুরে ১০ জন এবং ময়মনসিংহে ৩জন মৃত্যুবরণ করেছেন।  

বয়স বিবেচনায় ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ০ থেকে ১০ বছরের মধ্যে ১ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪২ এবং ৬০ বছরের উর্ধ্বে রয়েছেন ৭০ জন।  

এতে আরো বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩২ হাজার ৫৫টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও আট হাজার ৩০১ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৫ দশমিক ৯০। গতকাল শনাক্তের হার ছিল ২৫ দশমিক ১৩।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়