বৃহস্পতিবার

২৮ মার্চ ২০২৪


১৪ চৈত্র ১৪৩০,

১৮ রমজান ১৪৪৫

জাতীয় শোক দিবসে বঙ্গভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:০১, ১৫ আগস্ট ২০২২   আপডেট: ২২:১০, ১৫ আগস্ট ২০২২
জাতীয় শোক দিবসে বঙ্গভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ছবি: বাসস থেকে সংগৃহীত

ঢাকা,(১৫ আগস্ট): রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আজ ১৫ই আগস্ট সোমবার মাগরিবের নামাজের পর বঙ্গভবনের দরবার হলে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

মিলাদ ও দোয়া মাহফিলে ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু ও পরিবারের অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের শহীদ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জীবনদানকারীদের রুহের মাগফেরাতও কামনা করা হয়। 

বাংলাদেশের শান্তি ও অগ্রগতি এবং বিশ্ববাসী তথা মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেও দোয়া করা হয়। বিভিন্ন  বালা মুসিবত থেকে বিশ্বকে মুক্তি দেওয়ার জন্য সর্বশক্তিমান আল্লাহর রহমত কামনা করেও দোয়া করা হয়।

রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ মাগরিবের নামাজের অনুষ্ঠানে যোগ দেন, বঙ্গভবনে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্য নির্দেশিকা পালন করেন।

মিলাদ-মাহফিল ও মোনাজাতে রাষ্ট্রপতির পরিবারের সদস্য, সংশ্লিষ্ট সচিব, বেসামরিক ও সামরিক কর্মকর্তা ও রাষ্ট্রপতি ভবনের কর্মচারীরা অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সাইফুল কবীর।

Nagad
Walton

সর্বশেষ