শুক্রবার

১৯ এপ্রিল ২০২৪


৬ বৈশাখ ১৪৩১,

১০ শাওয়াল ১৪৪৫

উত্তরায় প্রাইভেটকারে গার্ডার পড়ে শিশুসহ নিহত ৫

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:২৬, ১৫ আগস্ট ২০২২   আপডেট: ২০:৫৩, ১৫ আগস্ট ২০২২
উত্তরায় প্রাইভেটকারে গার্ডার পড়ে শিশুসহ নিহত ৫

ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (১৫ আগস্ট): রাজধানীর উত্তরায় একটি প্রাইভেট কারের ওপর বাস র‌্যাপিড ট্রানজিট সিস্টেম’র (বিআরটি) গার্ডার ভেঙে পড়ে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।

সোমবার বিকেল চারটার দিকে উত্তরা জসীম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের ডিসি মোর্শেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, 'নিহত পাঁচজনের লাশ গাড়ির ভেতরেই চাপা পড়ে রয়েছে। এ ছাড়া দু্ইনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।'

এ দুর্ঘটনায় নিহতরা হলেন গাড়ির মালিক রুবেল (৫০), ফাহিমা (৪২), ঝর্ণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (৬)। 

এদিকে, আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হৃদয় (২৬) ও রিয়া মনির (২১) বিয়ে হয়েছে গত শনিবার।

ট্রাফিক পুলিশের উত্তরা বিভাগের সহকারি কমিশনার মোহাম্মদ সাইফুল মালিক বলেন, নিহতরা সবাই একটি টয়োটা গাড়িতে ছিলেন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, 'একটি ক্রেন দিয়ে গার্ডার ওঠানোর সময় প্রাইভেটকারের উপর পড়ে গেলে ছয়জন চাপা পড়েন।

তিনি আরও বলেন, দুর্ঘটনার খবরে উত্তরা থেকে দুটি টিম দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।

 

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়