বৃহস্পতিবার

১৮ এপ্রিল ২০২৪


৫ বৈশাখ ১৪৩১,

০৯ শাওয়াল ১৪৪৫

ধানমন্ডিতে শুরু হচ্ছে বারুণীর পৌষ মেলা

সাকিবুল এজাজ || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:২১, ৮ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৯:২৭, ৮ ডিসেম্বর ২০২১
ধানমন্ডিতে শুরু হচ্ছে বারুণীর পৌষ মেলা

ধানমন্ডিতে শুরু হচ্ছে বারুণীর পৌষ মেলা

ঢাকা (০৮ ডিসেম্বর): নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে ও দেশীয় উদ্যোক্তাদের তৈরি পণ্য সবার সামনে তুলে ধরতে আগামী ১০ ও ১১ ডিসেম্বর পৌষ মেলার আয়োজন করছে ‘বারুণী’। 

ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত এবারের পৌষ মেলায় থাকছে ২৭ টিরও বেশি পণ্য এবং খাবারের স্টল। মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। 

মেলার দুই আয়োজক সুস্মিতা সুস্মি ও সঞ্জীব ঘোষ জানান, ‘আমাদের ‘বারুণী’ মেলায় অংশগ্রহণকারী বেশিরভাগ উদ্যোক্তাই নারী। তাদের সৃজনশীল কাজের সফলতা যেন সবার কাছে পৌঁছাতে পারে সেজন্যই আমাদের এই আয়োজন। এখানে অনলাইন ভিত্তিক দেশি পণ্যের উদ্যোক্তাই বেশি অংশ নিয়ে থাকেন। মেলায় আগত অতিথিরা তাদের পণ্য ছুঁয়ে দেখবে, উদ্যোক্তাদের আরো উৎসাহিত করবে, এটাই বারুণীর মূল চাওয়া।’

এবারের মেলায় প্রথমবার অংশ নিচ্ছে ‘তায়সা’। এই স্টলের দুই কর্ণধার সৈয়দা শারমিন ও সাবরিয়া আজাদ জানান, “বারুণী মেলায় এবারই প্রথম অংশ নিচ্ছি। সব সময়ই বারুণীর মেলায় ঘুরতে গেলে একটা চিন্তা থাকত যে স্টল নিলে, বারুণীর মেলাতেই স্টল নেবো। ওদের মেলাগুলো অনেক স্নিগ্ধ, গোছানো আর সবচেয়ে বড় কথা তারা দেশিয় পণ্য নিয়ে কাজ করে। যা একেবারে আমাদের মনের মতো।’

দেশি পণ্যের আরেক স্টল চিত্রাঙ্গদার কর্ণধার খাদিজা কুবরা বলেন, ‘বারুণী মেলার অংশ নিয়েছিলাম শারদীয় উৎসবে, এরপর আবারও থাকছি বিজয়ের মাসে পৌষ মেলায়। বারুণী মেলা মানেই অন্যরকম উৎসবের আমেজ। এখানে শুধু উদ্যোক্তাদের মেলাই বসে না কিংবা শুধু কেনাকাটা-ই হয় না, বরং সবাই নিজেদের সাথে একটা বন্ধনে আবদ্ধ হয়। যা সবসময়ই সহযোগী মনোভাব নিয়ে কাজ করতে অনুপ্রেরণা দেয়।’

এর আগেও ‘বারুণী’ আয়োজন করেছিল শরৎ ও শারদীয় মেলা। বরাবরের মতো এবারের মেলাতেও থাকছে উদ্যোক্তাদের নিজেদের হাতে তৈরি দেশি ঘরানার শাড়ি, গহনা, ঘর ও নিজেকে সাজানোর আইটেম সহ বিভিন্ন পণ্যর সমারোহ। এ মেলায় আরও থাকছে অতিথিদের জন্য ৫টি খাবারের স্টলও।

এবারের উদ্যোক্তাদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ প্রতিষ্ঠান ত্রিনয়নী- এর ব্যবস্থাপক পূর্ণিমা প্রভা কুরী বলেন, ‘আমরা কাজ করছি হাতে তৈরি করা কাঠের গহনা, অ্যান্টিক, অক্সিডাইসের গহনা, টিপ, আয়না, ও ব্যাগ নিয়ে। এছাড়া নারী, পুরুষ নির্বিশেষে তাদের চাহিদা অনুযায়ী পরবর্তীতে আরও নতুন পণ্যসামগ্রী নিয়ে কাজ করার ইচ্ছে আছে।’

ঢাকা তো বটেই, ঢাকার বাইরের উদ্যোক্তারাও থাকছেন এবারের পৌষ মেলায়। এর মধ্যে রয়েছে- খুঁত, আলেখ্য, হাত বাক্স, মায়ের রসুই, বিনোদিনী, ঋ, অন্যকথা, হংস মিথুন,  পাঁচফোড়ন সহ প্রায় ২৭ টির মতো উদ্যোক্তা প্রতিষ্ঠান।

ধানমন্ডির মাইডাস সেন্টারের ১২ তলায় আয়োজিত এই ‘বারুণী’ মেলা অতিথিরা উপভোগ করতে পারবেন আগামী ১০ ও ১১ ডিসেম্বর সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়