বৃহস্পতিবার

২৫ এপ্রিল ২০২৪


১২ বৈশাখ ১৪৩১,

১৬ শাওয়াল ১৪৪৫

রক লিজেন্ড জেমসের আজ ৫৭তম জন্মদিন

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:২৭, ২ অক্টোবর ২০২১  
রক লিজেন্ড জেমসের আজ ৫৭তম জন্মদিন

ছবি সংগৃহীত: রক লিজেন্ড ফারুক মাহফুজ আনাম জেমস।

ঢাকা (অক্টোবর ০২): যার গানে শ্রোতাদের বহুরাত নির্ঘুম কেটে যায়, যে না থাকলে জমে না কোনো গান উৎসবের আসর, আজ শনিবার (০২ অক্টোবর) বাংলাদেশের সেই রক লিজেন্ড ফারুক মাহফুজ আনাম জেমসের ৫৭ তম জন্মদিন। ৫৭ বছর পূর্ণ করে ৫৮-তে পা রাখলেন তিনি।

জেমসের মতো দেশের অন্য কোনো সংগীতশিল্পীকে ঘিরে এমন উন্মাদনার দেখা যায় না। তার গান, গানের কথা, কনসার্ট এবং জন্মদিন- সবকিছুতেই বাড়তি উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে দেশজুড়ে। যার রেশ ছড়িয়ে পড়ে দেশ থেকে প্রবাসেও। যিনি জেমস নামেই উপমহাদেশে পরিচিত। কিংবদন্তি এই রকস্টার শুধুই জেমস নামে নন, ভক্তদের কাছে তিনি আবার শুধুই গুরু।

সারা দেশে অসংখ্য ভক্ত তার। তিনি এখন নতুন গান খুব একটা করেন না, কিন্তু যা রেখে গেছেন তাতেই এখনও তৈরি হয় নতুন প্রজন্মের শ্রোতার অনুভূতি, চেতনা। তাই জেমসের জন্মদিনে বরাবরই ভক্তদের বাড়তি উত্তেজনা থাকে।

বিগত বছরগুলোতে ভক্তদের সঙ্গে জন্মদিনের কেক কাটতেন তিনি, করতেন গল্প। কিন্তু করোনাকালে সবকিছুই বদলে গেছে। তারপরও জেমসের কাছে তার ভক্তরাই, শ্রোতারাই শ্রেষ্ঠ। তাদের উদ্দেশ্যে জেমস গণমাধ্যমকে এক লাইনে বলেন, ‘যতদিন তোমরা আছ, ততদিন আমরা আছি।’

জন্মদিন উপলক্ষে এবার জেমসের সংস্পর্শে আসার সুযোগ নেই। করোনার কারণে জেমস নিজেও লোক সমাগম এড়িয়ে যেতে চাইছেন বলে জানা যায়।

তবে, জেমসের মুখপাত্র ও নগর বাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন গণমাধ্যমকে জানান, প্রতি বছরই দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে ভক্তরা জেমসের জন্মদিন উদযাপন করেন। এবারও তেমন বেশকিছু আয়োজন হচ্ছে। যদিও করোনার কারণে এবার জেমসের সঙ্গে ভক্তদের দেখা-সাক্ষাতের তেমন সুযোগ নেই, তার পরও দূরে থেকেই ভক্তরা জন্মদিনের শুভেচ্ছা, ভালোবাসায় সিক্ত করছেন। আজ দিনব্যাপী নানা আয়োজনের খবর জানিয়ে দিয়েছেন।

১৯৬৪ সালের এদিনে নওগাঁয় জন্ম নেন মাহফুজ আনাম জেমস। কিন্তু তার বেড়ে ওঠা এবং সংগীত ক্যারিয়ার শুরু চট্টগ্রামে। তার বাবা ছিলেন সরকারি কর্মকর্তা। যিনি পরবর্তীতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

জেমসের সংগীতচর্চা পরিবারের লোকজন পছন্দ করতো না। সংগীতের টানে ঘর ছেড়ে চট্টগ্রামের আজিজ বোর্ডিংয়ে থাকা শুরু করেন। সেখানে থেকেই তার সংগীতের মূল ক্যারিয়ার শুরু হয়। জেমস ১৯৮০ সালে প্রতিষ্ঠা করেন ব্যান্ড ‘ফিলিংস’। ১৯৮৭ সালে প্রথম অ্যালবাম ‘ষ্টেশন রোড’ প্রকাশ পায়। ১৯৮৮ সালে ‘অনন্যা’ নামের একক অ্যালবাম প্রকাশ করে সুপারহিট হয়ে যান জেমস।

এরপর ১৯৯০ সালে ‘জেল থেকে বলছি’, ১৯৯৬ ‘নগর বাউল’, ১৯৯৮ সালে ‘লেইস ফিতা লেইস’, ১৯৯৯ সালে ‘কালেকশন অব ফিলিংস’ অ্যালবামগুলো প্রকাশ পায়। এরপর ‘ফিলিংস’ ভেঙে জেমস গড়ে তোলেন নতুন লাইনআপে ব্যান্ড ‘নগর বাউল’। এই ব্যান্ড ‘দুষ্টু ছেলের দল’ এবং ‘বিজলি’ অ্যালবাম দুটির মধ্যেই আটকে যায়।

জেমসের উল্লেখযোগ্য অ্যালবামগুলোর মধ্যে রয়েছে স্টেশন রোড (১৯৮৭), জেল থেকে বলছি (১৯৯০), নগর বাউল (১৯৯৬), লেইস ফিতা লেইস (১৯৯৮), কালেকশন অফ ফিলিংস (১৯৯৯), দুষ্টু ছেলের দল (২০০১) প্রভৃতি।

জেমসের গাওয়া একক অ্যালবামগুলোর মধ্যে রয়েছে অনন্যা (১৯৮৮), পালাবি কোথায় (১৯৯৫), দুঃখিনী দুঃখ করোনা (১৯৯৭), ঠিক আছে বন্ধু (১৯৯৯), আমি তোমাদেরই লোক (২০০৩), জনতা এক্সপ্রেস (২০০৫), তুফান (২০০৬), কাল যমুনা (২০০৯)।

২০০৪ সালে কলকাতার সংগীত পরিচালক প্রিতমের সঙ্গে গান নিয়ে কাজ করেন জেমস। ২০০৫ সালে বলিউডে গ্যাংস্টার চলচ্চিত্রে প্লেব্যাক করেন। চলচ্চিত্রে তার গাওয়া ভিগি ভিগি গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং এক মাসেরও বেশি সময় গানটি বলিউড টপচার্টের শীর্ষে ছিল।

২০০৬ সালে আবারো বলিউডের ছবিতে কণ্ঠ দেন। ২০০৭ সালে তিনি লাইফ ইন এ মেট্রো চলচ্চিত্রে প্লেব্যাক করেন। চলচ্চিত্রে তার গাওয়া গান দুইটি হল রিশতে এবং আলবিদা। আর তাতেই বাজিমাত।

জেমসের গাওয়া সেরা গানগুলোর মদ্যে রয়েছে- বাংলাদেশ, সুন্দরীতমা, পাগলা হাওয়ার তরে, জেল থেকে আমি বলছি, মা, দুখিনী দুঃখ করো না, লেইস ফিতা লেইস, বাবা কতো দিন, বিজলী, দুষ্টু ছেলের দল, মিরাবাঈ, পাগলা হাওয়া, গুরু ঘর বানাইলা কি দিয়া, প্রভৃতি।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়