Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2
রাঘব-পরিণীতির দীপাবলির ছবি ভাইরাল

শুক্রবার

১৪ ফেব্রুয়ারি ২০২৫


২ ফাল্গুন ১৪৩১,

১৫ শা'বান ১৪৪৬

রাঘব-পরিণীতির দীপাবলির ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৩৭, ১৫ নভেম্বর ২০২৩  
রাঘব-পরিণীতির দীপাবলির ছবি ভাইরাল

সংগৃহিত

বিনোদন ডেস্ক: বিয়ের পরে একসঙ্গে প্রথম দীপাবলি উৎসব উদযাপন করলেন পরিণীতি চোপরা ও রাঘব চাড্ডা। অভিনেত্রী আদরে, সোহাগে ভরালেন স্বামীকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দম্পতির বেশকিছু ছবি।

তাদের প্রেম, বিয়ে, হানিমুন- সবই ছিল শিরোনামে। এবার ভাইরাল হলো ‌‘রাঘনীতি’র দীপাবলি উদযাপনের ছবি।

গাঢ় মেরুন রঙের শাড়ি পরেছিলেন অভিনেত্রী। তাতে সিকুইনের কাজ করা। তার সাজ ছিল ছিমছাম। কানে হিরার বড় স্টাড, নো-মেকআপ লুক-গাঢ় লিপস্টিক, খোলা চুলে আলতো বাউন্স। রং মিলিয়ে রাঘব পরেছিলেন কালো ও মেরুন রঙের পাঞ্জাবি।

সঙ্গে ছিল ববি প্রিন্টের শাল আর কেতাদুরস্ত হাতঘড়ি। দুজনের মুখেই আনন্দের হাসি। কাঁধে হাত রেখে রাঘবের গালে চুমু খাচ্ছেন পরিণীতি। একসঙ্গে প্রদীপ জ্বালাচ্ছেন, আলো ঘেরা বারান্দায় বসে।

এর আগেও দম্পতির ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানেও রূপালী জরির ভারী এমব্রয়ডারি করা লাল সালোয়ার কামিজ পরেছিলেন অভিনেত্রী। হাতে ছিল বিয়ের গোলাপি চূড়া।

চলতি বছরের ২৪ সেপ্টেম্বর ধুমধাম করে বিয়ে সারেন এই দম্পতি। কাছের বন্ধু ও পরিবার নিয়ে রাজকীয় আয়োজনে মেতেছিলেন দুজনে। বিয়ের ছবি ও ভিডিওতেও ধরা পড়েছিল দম্পতির রসায়ন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়