শুক্রবার

২৯ মার্চ ২০২৪


১৫ চৈত্র ১৪৩০,

১৯ রমজান ১৪৪৫

অস্কার জিতল ‘আরআরআর’ সিনেমার নাটু নাটু গান

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১১:৪০, ১৩ মার্চ ২০২৩   আপডেট: ১১:৪৯, ১৩ মার্চ ২০২৩
অস্কার জিতল ‘আরআরআর’ সিনেমার নাটু নাটু গান

সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: ৯৫তম অস্কার আসরে সেরা মৌলিক গানের পুরস্কার পেল দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর আলোচিত গান ‘নাটু নাটু’। এই গানের শিল্পী রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব। তেলেগু ভাষায় এই গানটি কম্পোজ করেছেন প্রবীণ সংগীত পরিচালক এমএম কিরাভানি।

এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছে — অ্যাপ্লজ (টেল ইট লাইক অ্যা ওম্যান, কণ্ঠ, সুর ও সংগীত ডায়েন ওয়ারেন), হোল্ড মাই হ্যান্ড (টপ গান: ম্যাভেরিক; কথা, সুর-সংগীত, লেডি গাগা ও ব্লাড পপ), লিফট মি আপ (ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার; সুর ও সংগীত রিয়ানা, টেমস, রায়ান কুগলার, লুদবিগ ইওরানসন), দিস ইজ অ্যা লাইফ (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স, সুর-সংগীত রায়ান লট, ডেভিড বায়ার্ন ও মিৎসকি)।

গত বছর মুক্তির পর এস এস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমাটি বিশ্বজুড়ে আলোড়ন তোলে। এ আলোড়নের অন্যতম একটি কারণ এই ‘নাটু নাটু’ গান। সিনেমাটিতে এই গানে নেচেছেন রামচরণ ও জুনিয়র এনটিআর।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়