বৃহস্পতিবার

০৯ মে ২০২৪


২৬ বৈশাখ ১৪৩১,

০১ জ্বিলকদ ১৪৪৫

এসএসসির সিলেবাস আর সংক্ষিপ্ত করার সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:১৩, ৬ অক্টোবর ২০২১   আপডেট: ২০:১৩, ৬ অক্টোবর ২০২১
এসএসসির সিলেবাস আর সংক্ষিপ্ত করার সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

ছবি: ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

ঢাকা (০৬ অক্টোবর): আগামী বছরের এসএসসি পরীক্ষার সিলেবাস আর সংক্ষিপ্ত করার সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, এসএসসি পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। সেটার ভিত্তিতে পাঠদান করেই পরীক্ষা নেওয়া হবে। শিক্ষার্থীরা আন্দোলন করলেও সেটি আর সংক্ষিপ্ত করার সুযোগ নেই।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে এ বছর এবং আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। সেই সিলেবাসের ভিত্তিতেই পরীক্ষা নেওয়া হবে। এ সংক্ষিপ্ত সিলেবাস আরও সংক্ষিপ্ত করার দাবিতে কেউ আন্দোলন করলেও সেটা আমলে নেওয়া হবে না।

সম্প্রতি টিআইবি প্রকাশিত শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিও দুর্নীতি নিয়ে এক প্রশ্নে দীপু মনি বলেন, টিআইবির প্রতিবেদন আমরা দেখেছি। বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। খুব দ্রুত এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এর আগে চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ, সাধারণ সম্পাদক মশিউর রহমান খান প্রমুখ।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়