শনিবার

২০ এপ্রিল ২০২৪


৭ বৈশাখ ১৪৩১,

১১ শাওয়াল ১৪৪৫

২০২৩ সাল থেকে থাকছে না পিইসি ও জেএসসি: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:১৭, ১৩ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ২২:১৮, ১৩ সেপ্টেম্বর ২০২১
২০২৩ সাল থেকে থাকছে না পিইসি ও জেএসসি: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর কাছে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা উপস্থাপন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি । ছবি: পিআইডি

ঢাকা (১৩ সেপ্টেম্বর): পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা ২০২৩ সাল থেকে থাকবে না বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী দীপু মনি।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা উপস্থাপনের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষার ফল মিলে হবে এইচএসসির ফল। এছাড়া দশম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাজন থাকবে না। তৃতীয় শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষাও হবে না।

পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষাও থাকবে না বলে জানান মন্ত্রী।

এছাড়া শুধু ১০ শ্রেণির পাঠ্যক্রমে পাবলিক পরীক্ষা হবে বলে তিনি তিনি উল্লেখ করেন।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়