শুক্রবার

১৯ এপ্রিল ২০২৪


৬ বৈশাখ ১৪৩১,

০৯ শাওয়াল ১৪৪৫

পিএসসির পরীক্ষায় লাগবে টিকার সনদ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:২৮, ২৯ জুলাই ২০২১  
পিএসসির পরীক্ষায় লাগবে টিকার সনদ

ছবি: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের লোগো

ঢাকা (২৮ জুলাই): বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) যে কোন পরীক্ষার জন্য এখন থেকে করোনাভাইরাসের টিকা নেওয়ার সনদ দেখাতে হবে।

বুধবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (যুগ্ম সচিব) নূর আহমদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ থাকার কারণে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) কোনো পদের প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে প্রত্যেক পরীক্ষার্থীকে টিকা নিতে হবে।

এতে আরো বলা হয়, জরুরি নিয়োগ কার্যক্রম অক্ষুন্ন রাখার স্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিজ্ঞাপিত কোনো পদের প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে পরীক্ষার্থীদের কোভিড-১৯ টিকাগ্রহণ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হলো।

পরীক্ষার্থীদের নিজ উদ্যোগে টিকাগ্রহণ নিশ্চিত করে এ সংক্রান্ত প্রমাণপত্র বা সনদপত্র সংগ্রহে রাখার নির্দেশনাও বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়