Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2
আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে ইউজিসির নির্দেশনা

বুধবার

১৯ মার্চ ২০২৫


৫ চৈত্র ১৪৩১,

১৯ রমজান ১৪৪৬

আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে ইউজিসির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৪০, ১১ জুলাই ২০২৪  
আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে ইউজিসির নির্দেশনা

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নিতে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আজ বৃহস্পতিবার (১১ জুলাই) ইউজিসি সচিব ফেরদৌস জামানের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, কোটাবিরোধী আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন পর্যবেক্ষণ ও নির্দেশনা দিয়েছেন:

১. সব প্রতিবাদকারী কোমলমতি ছাত্রছাত্রীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে গিয়ে নিজ নিজ কাজে অর্থাৎ পড়াশোনায় মনোনিবেশ করতে বলা হলো।

২. দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য/প্রক্টর ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা তাদের ছাত্রছাত্রীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবেন মর্মে এই আদালত আশা করে।

৩. স্বতঃস্ফূর্ত প্রতিবাদকারী ছাত্রছাত্রীরা চাইলে আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য আদালতের সামনে তুলে ধরতে পারবেন। আদালত মূল দরখাস্তটি নিষ্পত্তিকালে তাদের বক্তব্য বিবেচনায় নেবে।

এ অবস্থায় আদালতের দেয়া পর্যবেক্ষণ ও নির্দেশনাসমূহ প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়