শুক্রবার

১৯ এপ্রিল ২০২৪


৬ বৈশাখ ১৪৩১,

০৯ শাওয়াল ১৪৪৫

মালয়েশিয়ার ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এখন ঢাকায়

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:২৮, ৩ ফেব্রুয়ারি ২০২৩  
মালয়েশিয়ার ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এখন ঢাকায়

সংগৃহীত

ডেস্ক রিপোর্ট:  ইউসিএসআই বিশ্ববিদ্যালয় বাংলাদেশে ক্যাম্পাস চালু করছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক পর্যায়ে যাত্রা শুরু করছে। ঢাকায় ক্যাম্পাসটির কার্যক্রম ২০২৩ সালের মে মাসে শুরু হবে। 

ঢাকায় খোলা ক্যাম্পাসের নাম দেওয়া হয়েছে—ইউসিএসআই বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। ক্যাম্পাসটির কার্যক্রম রাজধানীভিত্তিক হবে। প্রথমবারের মতো ইউসিএসআই বিদেশে শাখা ক্যাম্পাসের কার্যক্রম পরিচালনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

মালয়েশিয়ার উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রী দাতো সেরি মোহাম্মদ খালেদ নরডিন বলেন, ‘পদক্ষেপটি মন্ত্রণালয়ের আন্তর্জাতিকীকরণ পরিকল্পনার সঙ্গে ভালোভাবে জড়িত।’ তিনি ইউসিএসআইয়ের কুয়ালালামপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘ইউসিএসআই বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মালয়েশিয়ার একটি বৈশ্বিক শিক্ষার হার হিসেবে মর্যাদা বৃদ্ধি করবে এবং আমি মহামারি পরবর্তী এই উদ্যোগের জন্য ইউসিএসআইকে সাধুবাদ জানাই।’

দাতো আরও বলেন, ‘আমি আরও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে অনুরূপ পদক্ষেপ নেওয়ার বিষয় বিবেচনা করার জন্য উৎসাহিত করছি। উচ্চ শিক্ষায় মালয়েশিয়ার মান যথেষ্ট ভালো এবং আমরা আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে পারি।’

ইউসিএসআই বিশ্ববিদ্যালয়র উপাচার্য অধ্যাপক দাতুক ড. সিতি হামিসাহ তাপসীর বলেছেন, উচ্চ শিখরে এগিয়ে যাওয়ার আগে নতুন এই ক্যাম্পাস প্রাথমিকভাবে শিক্ষাদান ও শেখার ওপর গুরুত্ব প্রদান করবে।’

উপাচার্য আরও বলেন, ‘কাঙ্ক্ষিত স্নাতক ফলাফল এবং জীবনের সম্ভাবনা উন্নত করতে আমরা এমন প্রোগ্রাম অফার করব, যা আমাদের বাংলাদেশি অংশীদারদের চাহিদা ও অর্থনৈতিক প্রবণতাকে প্রতিফলিত করে। আমরা নতুন ক্যাম্পাসের কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে গবেষণা, নির্বাহী শিক্ষা ও ক্রস ক্যাম্পাস সহযোগিতাকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে যাব।’

অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের কুয়ালালামপুরে অবস্থিত মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। যেখানে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক) রেহানা পারভিনও উপস্থিত ছিলেন।

কিউএস ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং-২০২৩-এ ইউসিএসআই মালয়েশিয়ার শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়। র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ২৮৪ নম্বরে। বিশ্বে হিসাব করলে ইউসিএসআই শীর্ষ এক শতাংশ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে থাকবে।

বিশ্ববিদ্যালয়টি বর্তমানে কুয়ালালামপুর, কুচিং ও পোর্ট ডিকসনে তিনটি ক্যাম্পাস পরিচালনা করছে।

অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের কুয়ালালামপুরে অবস্থিত মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। যেখানে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক) রেহানা পারভিনও উপস্থিত ছিলেন।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়