শুক্রবার

১৯ এপ্রিল ২০২৪


৬ বৈশাখ ১৪৩১,

১০ শাওয়াল ১৪৪৫

১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি পরীক্ষা, শুরু হবে ১১টায়: দীপু মনি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৪:০৩, ৫ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৭:০১, ৫ সেপ্টেম্বর ২০২২
১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি পরীক্ষা, শুরু হবে ১১টায়: দীপু মনি

ছবি: সংগৃহীত

ঢাকা (০৫ সেপ্টেম্বর):শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, আগামী ১৫ সেপ্টেম্বর সারাদেশে একযোগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে। তিনি আরও জানিয়েছেন, যানজটের কারণে এবার ১০টার পরিবর্তে পরীক্ষা শুরু হবে সকাল ১১টায়। 

আজ সোমবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

ডা. দীপু মনি বলেন, পরীক্ষা উপলক্ষে ১২ সেপ্টেম্বর থেকে ২  অক্টোবর পর্যন্ত সমস্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে। 

তিনি বলেন, প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। এ স্তরে বিকেলে কোনো পরীক্ষা হবে না। এমসিকিউ পরীক্ষার সময় ২০ মিনিট এবং রচনামূলক পরীক্ষার সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে নিজ নিজ হলে প্রবেশ করতে বলা হয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, এবার এই পরীক্ষায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী অংশ নেবে।

সংবাদ সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও বোর্ডের চেয়ারম্যান এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়