বৃহস্পতিবার

২৮ মার্চ ২০২৪


১৪ চৈত্র ১৪৩০,

১৮ রমজান ১৪৪৫

লক্ষাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হল ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তিপরীক্ষা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১২:০৯, ১০ জুন ২০২২   আপডেট: ১২:৪০, ১০ জুন ২০২২
লক্ষাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হল ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তিপরীক্ষা

ফাইল ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা  (১০ মে): ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতকের কলা অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এক হাজার ৮৫১টি আসনের বিপরীতে এবার এক লাখ ১৫ হাজার ৭২৬ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে।সেই হিসাবে এবার আসনপ্রতি লড়তে হচ্ছে প্রায় ৬৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে। 

আজ শুক্রবার বেলা ১১টায় এ পরীক্ষা শুরু হয়, যা চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। 

এ পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। আজ শুধু রাজধানী ঢাকাতেই পরীক্ষা দিচ্ছেন ৬৩ হাজার ৬৩০ জন।

ঢাকা বিশ্ববিদ্যায়লেযর উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শুক্রবার বেলা সোয়া ১১টায় কার্জন হলের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

প্রসঙ্গত, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিল ২ লাখ ৯০ হাজার ৩৪০ শিক্ষার্থী। আসন সংখ্যা ৬ হাজার ৩৫টি। ‘ক’ ইউনিটের ১ হাজার ৮৫১ আসনের বিপরীতে আবেদন করেছে ১ লাখ ১৫ হাজার ৭১০ জন। এছাড়া ‘খ’ ইউনিটের ১ হাজার ৭৮৮ আসনের বিপরীতে ৫৮ হাজার ৫৫১ জন, ‘গ’ ইউনিটে ৯৩০ আসনের বিপরীতে ৩০ হাজার ৬৯৩ জন, ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৩৩৬ আসনের বিপরীতে ৭৮ হাজার ২৯ জন এবং ‘চ’ ইউনিটে ১৩০ আসনের বিপরীতে আবেদন করেছে ৭ হাজার ৩৫৭ জন।

Nagad
Walton

সর্বশেষ