শুক্রবার

২৯ মার্চ ২০২৪


১৫ চৈত্র ১৪৩০,

১৯ রমজান ১৪৪৫

সংক্রমণের হার কমলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে: দীপু মনি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:২২, ২১ জানুয়ারি ২০২২   আপডেট: ২১:৩৩, ২১ জানুয়ারি ২০২২
সংক্রমণের হার কমলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে: দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি, সংগৃহীত

ঢাকা (২১ জানুয়ারি): শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, হঠাৎ করে শিশুদের মধ্যে সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্কুল-কলেজ বন্ধ করা হয়েছে।

তিনি বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সংক্রমণের হার কমে গেলে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে এখন অনলাইনে ক্লাস কার্যক্রম চলমান থাকবে।

শুক্রবার রাজধানীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এক সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

কোচিং সেন্টার বন্ধ থাকবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি কোচিং সেন্টারও বন্ধ থাকবে। 

প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে দীপু মনি বলেন, স্কুল বন্ধের যে নির্দেশনা আমরা পেয়েছি, এটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর ক্ষুদে শিক্ষার্থীদের বিষয়ে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, যেসব বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল রয়েছে, সেখানে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা চলাচল করবে। পরিস্থিতির উন্নতি হলে আবারও ক্লাসে ফিরবেন তারা। তবে শিক্ষকরা প্রশাসনিক কাজে যোগ দিতে পারবেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাধ্য হয়েই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। এটি ফলপ্রসূ হবে কি না তা নির্ভর করবে আমাদের সবার ওপর।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়