বৃহস্পতিবার

২৮ মার্চ ২০২৪


১৪ চৈত্র ১৪৩০,

১৮ রমজান ১৪৪৫

৪৩তম বিসিএস প্রিলির ফল প্রকাশ

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:১৪, ২০ জানুয়ারি ২০২২  
৪৩তম বিসিএস প্রিলির ফল প্রকাশ

ফাইল ছবি

ঢাকা (২০ জানুয়ারি): ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ২২৯ জন প্রার্থী।

ফলাফল পাওয়া যাবে কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd-এ।

এ ছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো মোবাইল হতে sms করে ৪৩তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট এর ফলাফল জানা যাবে।

Format: PSC<Space>43<Space>Registration Number লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি Message-এ Registration Number সহ Qualified অথবা Not qualified হিসেবে ফলাফল পাওয়া যাবে। যেমন- PSC 43 123456 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। 

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত ৪৩তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে মোট ৩ লাখ ২১ হাজার ৬৫০ জন প্রার্থী অংশগ্রহণ করেন।

Nagad
Walton

সর্বশেষ