বুধবার

২৪ এপ্রিল ২০২৪


১১ বৈশাখ ১৪৩১,

১৫ শাওয়াল ১৪৪৫

২০২২ সালের মাঝামাঝি সময়ে হতে পারে এসএসসি-এইচএসসি: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১২:১৯, ২ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৪:২৬, ২ ডিসেম্বর ২০২১
২০২২ সালের মাঝামাঝি সময়ে হতে পারে এসএসসি-এইচএসসি: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি

ঢাকা (০২ ডিসেম্বর): শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, বছরের মাঝামাঝি সময়ে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সরকারি সোহরাওয়ার্দী কলেজে আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এসে এ কথা তিনি জানান।

ডা. দীপু মনি বলেন, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে পরিস্থিতি খারাপ হলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে হবে। তবে এ ধরনের পরিকল্পনা এখন নেই।

তিনি বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। টেকনিক্যাল কমিটির সঙ্গে আলোচনা চলছে। বিজ্ঞানের বাইরে গিয়ে তো কিছু করতে পারব না।

শিক্ষামন্ত্রী বলেন, সবকিছুর ঊর্ধ্বে আমাদের সন্তানদের সুরক্ষা। তাদের সুস্বাস্থ্য নিশ্চিতে আমরা সবকিছু করতে প্রস্তুত আছি।

অবশ্য, ধারাবাহিক প্রক্রিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখতে চান বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চেয়ারম্যান সৈয়দ গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ প্রমুখ।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়