বুধবার

২৪ এপ্রিল ২০২৪


১১ বৈশাখ ১৪৩১,

১৫ শাওয়াল ১৪৪৫

পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৩৬, ২৬ অক্টোবর ২০২১   আপডেট: ১৬:৩৬, ২৬ অক্টোবর ২০২১
পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

গ্রাফিক্স:বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (২৬ অক্টোবর): তিন সপ্তাহ ধরে পতনের পর সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ১২০ পয়েন্ট বা ১ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ডিএসইর ডিএসইএক্স সূচক অবস্থান করছে ৭ হাজার ৫ পয়েন্টে। এ ছাড়া ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট বা ০ দশমিক ৬৪ শতাংশ বেড়ে ২,৬৬১ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট বা ১ দশমিক ১৫ শতাংশ বেড়ে ১৪৮২ পয়েন্টে অবস্থান করছে।

জিপিএইচ ইস্পাত ৫ দশমিক ৬৭ শতাংশ, তিতাস গ্যাস ৩ দশমিক ৮৬ শতাংশ, লঙ্কাবাংলা ফাইন্যান্স ৩ দশমিক ৬৩ শতাংশ, অলিম্পিক ৩ দশমিক ৩১শতাংশ এবং ইফাদ অটোসের দাম ২ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে।

তবে, বিএটিবিসি মাত্র ১ দশমিক ৩১ শতাংশ বাড়লেও সূচক বৃদ্ধিতে সর্বোচ্চ ৮ দশমিক ৩২ পয়েন্ট অবদান রেখেছে, এরপর রবি ৭ দশমিক ১৮, আইসিবি ৫ দশমিক ৯৩, বেক্সিমকো লি. ২ দশমিক ৭ এবং ২ দশমিক ৫৪ পয়েন্ট।

মঙ্গলবার ১০০ শতাংশ কোম্পানির দাম বৃদ্ধি পাওয়ায় বীমা এবং আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারে দৃঢ় ভাব লক্ষ্য করা গেছে।

বেশির ভাগ ব্যাংক ও ফার্মাসিউটিক্যালস কোম্পানির শেয়ারের দরও বেড়েছে।

এ ছাড়া লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৩৪০ কোম্পানির এবং কমেছে ২২ কোম্পানির। এ ছাড়া ১৪টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়