বৃহস্পতিবার

২৫ এপ্রিল ২০২৪


১২ বৈশাখ ১৪৩১,

১৬ শাওয়াল ১৪৪৫

রবির সঙ্গে এনার্জিপ্যাকের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:৩৮, ১৪ সেপ্টেম্বর ২০২১  
রবির সঙ্গে এনার্জিপ্যাকের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

ছবি: রবি আজিয়াটা লিমিটেড

ঢাকা (সেপ্টেম্বর ১৪): রবি আজিয়াটা লিমিটেডের সঙ্গে কর্পোরেট চুক্তি সই করেছে এবং এনার্জিপ্যাক ইলেকট্রনিক্স লিমিটেড।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এ চুক্তির আওতায় এনার্জিপ্যাক ম্যানেজমেন্ট রবি আজিয়াটা লিমিডের কর্পোরেট সংযোগ উপভোগ করতে পারবেন। এছাড়া বিভিন্ন আইওটি (ইন্টারনেট অব থিংগস), এন্টারপ্রাইজ বিজনেস সলিউশন এবং ডিজিটাল সেবার মাধ্যমে এনার্জিপ্যাককে স্বয়ংক্রিয় ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে সহায়তা করবে রবি।

রাজধানীর এনার্জিপ্যাকের কার্যালয়ে সম্প্রতি রবি’র চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার (সিইবিও)  আদিল হোসেন নোবেল এবং এনার্জিপ্যাক ইলেকট্রনিক্স লিমিটেড’র সিইও মো. নুরুল আকতার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবি’র কর্পোরেট বিজনেসের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফাহমিদুল হাসান, এনার্জিপ্যাক ইলেকট্রনিক্স লিমিটেডে’র চিফ অপারেটিং অফিসার আহমেদ শাহরিয়ার আনোয়ার, ডিজিএম মোহাম্মদ শফিউল কাসেম, মার্কেটিং লিড আহমেদ মাশরুর হুদাসহ উভয় কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়