শুক্রবার

২৬ এপ্রিল ২০২৪


১৩ বৈশাখ ১৪৩১,

১৭ শাওয়াল ১৪৪৫

বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের ধারা অব্যাহত থাকার আশা এডিবির

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:১১, ২৪ জুলাই ২০২১  
বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের ধারা অব্যাহত থাকার আশা এডিবির

এশীয় উন্নয়ন ব্যাংকের লোগো

ঢাকা (২৪ জুলাই): মহামারী করোনাভাইরাসের ২য় টেউয়ের মধ্যে সদ্য সমাপ্ত অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের ধারা অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবি বলছে, রপ্তানি ও প্রবাসী আয়ের মাধ্যমে এই ধারা অব্যাহত থাকবে। 

শুক্রবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে প্রকাশিত এডিবি এশিয়ার অর্থনীতির ওপর সম্পূরক আউটলুকে এই আশা ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

এডিবি জানায়, গত অর্থবছরের প্রথম ১১ মাসে রপ্তানি ১৩ দশমিক ছয় শতাংশ এবং প্রবাসী আয় ৩৯ দশমিক পাঁচ শতাংশ বেড়েছে। প্রথম ১০ মাসে রাজস্ব আয় বেড়েছে ১২ দশমিক নয় শতাংশ।

এই আউটলুকে আরও উল্লেখ করা হয়, করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে ২০২১ সালে দক্ষিণ এশিয়ার জিডিপি প্রবৃদ্ধি আট দশমিক নয় শতাংশ হতে পারে। গত এপ্রিলের আউটলুকে নয় দশমিক পাঁচ শতাংশ প্রত্যাশা করা হয়েছিল।

অন্যদিকে, ভারতে মার্চ থেকে জুন পর্যন্ত করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে প্রবৃদ্ধি ১০ শতাংশ হতে পারে বলে মনে করা হচ্ছে।

সম্পূরক আউটলুকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের প্রবৃদ্ধি সম্ভাবনা এপ্রিলের মতোই রাখা হয়েছে। এপ্রিলের আউটলুকে বাংলাদেশের প্রবৃদ্ধি ছয় দশমিক আট শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল।

তবে ২৮ এপ্রিল আউটলুকটি প্রকাশকালে এডিবির দেশীয় পরিচালক মনমোহন প্রকাশ সাংবাদিকদের বলেছিলেন, এটি পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় শতাংশ হতে পারে। গত জুনে তৃতীয় বারের মতো সংশোধন করে সরকার জিডিপি প্রবৃদ্ধি ছয় দশমিক এক শতাংশ হতে পারে বলে জানায়।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়