বৃহস্পতিবার

২৫ এপ্রিল ২০২৪


১২ বৈশাখ ১৪৩১,

১৬ শাওয়াল ১৪৪৫

ব্যাংক লেনদেনের সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:৫২, ১৭ জুন ২০২১  
ব্যাংক লেনদেনের সময় বাড়লো

বাংলাদেশ ব্যাংকের লেগো

ঢাকা (১৬ জুন): ব্যাংক লেনদেনের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুসারে, আগামীকাল বৃহস্পতিবার থেকে সব তফসিলি ব্যাংকে আধা ঘণ্টা বেশি লেনদেন হবে। সকাল ১০ টায় লেনদেন শুরু হবে। বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।

বুধবার বাংলাদেশ ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ আরও এক মাস বাড়িয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুসারে, আগামী ১৫ জুলাই পর্যন্ত চলবে এই বিধিনিষেধ। এই অবস্থায় ব্যাংকের সময়সূচি সংক্রান্ত ওই প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন বিভাগ কর্তৃক জারি করা ওই প্রজ্ঞাপন অনুসারে, ব্যাংকগুলোতে লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম সম্পাদনের সময়সূচিও বাড়ানো হয়েছে। এতদিন এই সময়কাল ছিল বিকাল সাড়ে ৪টা পর্যন্ত, এখন তা বাড়িয়ে করা হয়েছে বিকেল ৫টা।
 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়