শনিবার

২০ এপ্রিল ২০২৪


৭ বৈশাখ ১৪৩১,

১০ শাওয়াল ১৪৪৫

সুদানের ৬৫ কোটি টাকা ঋণের দায় নিয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৪৫, ১৬ জুন ২০২১   আপডেট: ০২:৪৬, ১৭ জুন ২০২১
সুদানের ৬৫ কোটি টাকা ঋণের দায় নিয়েছে বাংলাদেশ

গ্রাফিক্স বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (১৬ জুন): আফ্রিকান দেশ সুদানের ঋণের দায় নিয়েছে  বাংলাদেশ। এই দায়ের পরিমাণ   পাঁচ দশমিক ৩২ মিলিয়ন ডলার বা ৬৫ কোটি টাকা।

গত ১৫ জুন সুদানকে এই টাকা প্রদান করা হয়েছে বলে অর্থমন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আর্ন্তজাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর আহবানে সাড়া দিয়ে অত্যাধিক ঋণগ্রস্ত দরিদ্র রাষ্ট্র এবং ওআইসি সদস্যভুক্ত দেশ সুদানের ঋণ মওকুফ করতে এই টাকা প্রদান করে। সরকারের প্রত্যাশা এ অর্থায়ন দারিদ্র্য বিমোচনে সুদানের সংগ্রামকে আরও শক্তিশালী করবে।

উল্লেখ্য, গত বছরেও আইএমএফ-এর উদ্যোগের অংশ হিসেবে আফ্রিকান দেশ সোমালিয়ার দারিদ্র্য মুক্তির লক্ষ্যে বাংলাদেশ  ৮ কোটি টাকার অধিক অর্থ প্রদান করেছিল।
 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়