শুক্রবার

০৪ অক্টোবর ২০২৪


১৯ আশ্বিন ১৪৩১,

২৯ রবিউল আউয়াল ১৪৪৬

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের সব ইউনিট বন্ধ

নিজস্ব প্রতিবেদক: || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৩:৫৯, ১০ সেপ্টেম্বর ২০২৪  
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের সব ইউনিট বন্ধ

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের বড়পুকুরিয়ায় তাপবিদ্যুৎকেন্দ্রে তিনটি ইউনিটের সবগুলো বন্ধ হয়ে গেছে। চায়না থেকে যন্ত্রাংশ আসার পর তিন নম্বর ইউনিট  চালু হবে। এ ছাড়া দুই নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে। আর এক নম্বর ইউনিট চালু হতে সময় লাগবে অন্তত এক সপ্তাহ। এতে জেলাসহ আশপাশের এলাকায় লোডশেডিংয়ে জনজীবনে বেড়েছে ভোগান্তি।  

তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর জানান, এক নম্বর ইউনিটটি চালু হতে এক সপ্তাহ লাগবে। এই ইউনিটে ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। এটি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হতো।

প্রকৌশলী আবু বক্কর আরও জানান, তিন নম্বর ইউনিটটি চালু হতে আরও দুই সপ্তাহ লাগবে। চায়না থেকে যন্ত্রাংশ আসার পরই এই ইউনিট চালু হবে। এই ইউনিটে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো।

দুই নম্বর ইউনিটটি কবে চালু হবে, সেই বিষয়ে প্রধান প্রকৌশলী আবু বক্কর নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

এদিকে, বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম জানান, প্রতিদিন গড়ে চার হাজার টন কয়লা উৎপাদন করা হচ্ছে। এগুলো তাপবিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনে কয়লার কোনো ঘাটতি নেই।

অন্যদিকে, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ না হওয়ায় দিনাজপুরসহ আশপাশের জেলায় লোডশেডিং বেড়েছে। এক ঘণ্টা পরপর হচ্ছে লোডশেডিং। এতে জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়