শনিবার

১৪ সেপ্টেম্বর ২০২৪


৩০ ভাদ্র ১৪৩১,

১০ রবিউল আউয়াল ১৪৪৬

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক: || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৩:২৭, ১১ আগস্ট ২০২৪  
ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক:  ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। আজ রোববার (১১ আগস্ট) সকাল সোয়া ১০টায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হয়েছেন ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড (ডিজি) শফিউল্লাহ সরদার, অফিসার মামুন, আব্দুর রহমান ও বাকী বিল্লাহসহ পাঁচ কর্মকর্তা।

ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, নানা অনিয়মের প্রতিবাদ জানিয়ে ব্যাংক কর্মকর্তারা সকালে বিক্ষোভ শুরু করেন। তখন আকস্মিকভাবে বহিরাগত প্রায় শতাধিক লোক অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করেন। তাদের প্রবেশে বাধা দিলে অস্ত্র বের করে এলোপাতাড়ি গুলি করে। এসময় পাঁচ কর্মকর্তা আহত হন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। 

পরে উপস্থিত কর্মকর্তারা পাল্টা ধাওয়া দিলে তারা পালিয়ে যান।

এর আগে গত মঙ্গলবার সরকার পতনের পর ব্যাংক খোলার প্রথম দিনেই বেসরকারি খাতের ইসলামী ব্যাংকে অস্থিরতা শুরু হয়। ওই দিন রাজধানীর দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে ভাঙচুর করেন বিক্ষুব্ধ কিছু কর্মকর্তা। পাশাপাশি মানবসম্পদ বিভাগের কয়েকজন কর্মকর্তাকে মারধরও করা হয়। 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়