অমর একুশে গ্রন্থ মেলা: বিক্রি হয়েছে ৬০ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
সংগৃহিত
নিজস্ব প্রতিবেদক: অমর একুশে গ্রন্থ মেলায় এবার ৬০ কোটি টাকার বই বিক্রি হয়েছে এ পর্যন্ত। প্রকাশিত হয়েছে ৩ হাজার ৭৫১টি নতুন বই। যেখানে গতবছর বিক্রি হয়েছিল ৪৭ কোটি টাকার বেশি বই আর প্রকাশিত বইয়ের সংখ্যা ছিল ৩ হাজার ৭৩০টি৷ আজ শনিবার (২ মার্চ) অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলা একাডেমির উপ-পরিচালক শাহেদ মমতাজ৷
বইমেলায় বাংলা একাডেমিসহ সব প্রতিষ্ঠানের বই ২৫ শতাংশ কমিশনে বিক্রি হয়েছে বলেও জানান তিনি।
এবার ১ মার্চ পর্যন্ত স্টল মালিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং আজকের সম্ভাব্য বিক্রি রশিদ যুক্ত করে কমপক্ষে ৬০ কোটি টাকার বই বিক্রি হয় বলে জানানো হয়।
২০২৩ সালে বাংলা একাডেমিই শুধুমাত্র ২৮দিনে ১ কোটি ৩৩ লাখ টাকার বই বিক্রি করেছিল। এবার ১ মার্চ পর্যন্ত ৩০ দিনে প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকার বই বিক্রি হয়। আর সমগ্র মেলায় বই বিক্রি হয়েছে ৬০ কোটি টাকার। মেলার শেষ দিনের শনিবার (২ মার্চ) হিসাব এখনো আসেনি।
২০২২ সমগ্র মেলায় ৫২ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। ২০২৩ সালে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্টল মালিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং ২৭ ফেব্রুয়ারি সম্ভাব্য বিক্রি যুক্ত করে কমপক্ষে ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়।