United Commercial Bank (UCB)

শনিবার

০৩ জুন ২০২৩


২০ জ্যৈষ্ঠ ১৪৩০,

১৩ জ্বিলকদ ১৪৪৪

স্বর্ণের দামে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১১:৫২, ১৯ মার্চ ২০২৩   আপডেট: ১১:৫৫, ১৯ মার্চ ২০২৩
স্বর্ণের দামে রেকর্ড

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: আবারও রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম। একলাফে ভরিতে বাড়লো ৭ হাজার ৬৯৮ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

আজ রোববার থেকে কার্যকর হচ্ছে স্বর্ণের নতুন বাজার মূল্য। 

ফলে দেশের বাজারে ভালো মানের সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ ৯৮ হাজার ৭৯৪ টাকায় উঠেছে। 

বাজুস জানিয়েছে, বুলিয়ন মার্কেটে পাকা স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় তারাও দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯১ হাজার ৯৬ টাকা থেকে বেড়ে এখন ৯৮ হাজার ৭৯৪ টাকা। ২১ ক্যারেটের ভরি দাঁড়াবে ৯৪ হাজার ৩০৩ টাকা, ১৮ ক্যারেট ৮০ হাজার ৮৩২ টাকা।

আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ৬৭ হাজার ৩০১ টাকা হয়েছে।

স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভ‌রি ১ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে, ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫০ টাকায় অপরিবর্তিত আছে।

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়