United Commercial Bank (UCB)

মঙ্গলবার

২১ মার্চ ২০২৩


৭ চৈত্র ১৪২৯,

২৬ শা'বান ১৪৪৪

চিনির কেজিতে আবারও বাড়বে ৫ টাকা, কার্যকর ১ ফেব্রুয়ারি

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৩৯, ২৬ জানুয়ারি ২০২৩  
চিনির কেজিতে আবারও বাড়বে ৫ টাকা, কার্যকর ১ ফেব্রুয়ারি

ছবি: ফাইল

ঢাকা, ২৬ জানুয়ারি(ইউএনবি)- সরকার আবারও চিনির দাম কেজিতে ৫ টাকা বাড়িয়েছে, যা ১ ফেব্রুয়ারি ২০২৩ থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে বাংলাদেশ সুগার রিফাইনার অ্যাসোসিয়েশনের নির্বাহী সচিব আজ একটি সার্কুলার জারি করেছেন।

দাম বৃদ্ধির পর প্রতি কেজি খোলা চিনির সর্বোচ্চ খুচরা মূল্য হবে ১০৭ টাকা এবং প্যাকেটজাত চিনি ১১২ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  ‘আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং মার্কিন ডলারের বিনিময় হার এবং উৎপাদন খরচ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রতি কেজি খোলা চিনির দাম ১০৭ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম প্রতি কেজি ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, সরকার ২০২২ সালের নভেম্বরে চিনির খুচরা মূল্য বাড়িয়েছিল। বর্তমানে, খোলা চিনির দাম প্রতি কেজি ১০৭ টাকা এবং প্যাকেটজাত চিনি ১০২ টাকা।

তবে বাজারে খোলা চিনি ১১০ টাকা এবং প্যাকেটজাত চিনি ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিনির দাম বাড়ার জন্য পাইকারি বিক্রেতাদের দায়ী করেছেন খুচরা বিক্রেতারা।

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়