বৃহস্পতিবার

২৫ এপ্রিল ২০২৪


১২ বৈশাখ ১৪৩১,

১৬ শাওয়াল ১৪৪৫

৭ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৫৪, ২ অক্টোবর ২০২২  
৭ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স

গ্রাফিক্স: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (০২ অক্টোবর): সেপ্টেম্বরে দেশে প্রবাসীদের আয় (রেমিট্যান্স) পাঠানো কমেছে। গেল মাসে প্রবাসীরা মাত্র ১৫৪ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। যা গেল বছর একই সময়ের তুলনায় প্রায় ১১ শতাংশ কম এবং গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন।

রবিবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনের এ তথ্য জানা গেছে।

এতে দেখা যাচ্ছে, সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী বাংলাদেশিরা দেশে ১৫৩ কোটি ৯৫ লাখ (প্রায় ১.৫৪ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৮ কোটি ৭২ লাখ ডলার বা ১০ দশমিক ৮৪ শতাংশ কম। গত বছরের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৭২ কোটি ৬৭ লাখ ডলার।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে ১৪৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল।

চলতি অর্থবছরের টানা দুই মাস ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত আগস্ট মাসে ২০৩ কোটি ৭৮ লাখ (২ দশমিক ০৩ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। এর তুলনায় সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রায় এক চতুর্থাংশ কমে গেছে। এর আগের মাস জুলাইয়ে দেশে ২০৯ কোটি ৬৩ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।

যদিও জুলাইয়ে পবিত্র ঈদুল আজহার কারণে দেশে বিপুল পরিমাণ রেমিট্যান্স এসেছিল। তবে আগস্টে বড় উৎসব ছিল না, তবুও প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়ায়। কিন্তু দুর্গাপূজা সামনে রেখেও সেপ্টেম্বরে দেশে আশানুরূপ প্রবাসী আয় আসেনি।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়