বুধবার

২৪ এপ্রিল ২০২৪


১১ বৈশাখ ১৪৩১,

১৫ শাওয়াল ১৪৪৫

দেশে আবারো কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:২৮, ২৬ সেপ্টেম্বর ২০২২  
দেশে আবারো কমলো স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

ঢাকা (২৬ সেপ্টেম্বর): দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা কমানো হয়েছে। ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সোমবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ তথ্য জানিয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে স্বর্ণের নতুন দর কার্যকর হবে।

বাজুসের ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৮১ হাজার ২৯৮ টাকা, যা আগে ছিল ৮২ হাজার ৩৪৮ টাকা।

এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৮ টাকা কমিয়ে ৭৭ হাজার ৫৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে কমানো হয়েছে ৯৫৬ টাকা। এখন থেকে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬৬ হাজার ৪৬২ টাকায় বিক্রি হবে।

সনাতনি স্বর্ণের দাম ভরিতে ৭১৯ টাকা কমিয়ে ৫৫ হাজার ১৫২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৫৫ হাজার ৮৭১ টাকা।

তবে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম এক হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের রূপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেট রূপার দাম এক হাজার ২২৫ টাকা এবং সনাতনি প্রতি ভরি রূপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়