United Commercial Bank (UCB)

বৃহস্পতিবার

১৮ আগস্ট ২০২২


৩ ভাদ্র ১৪২৯,

১৮ মুহররম ১৪৪৪

রপ্তানিতে বাংলাদেশের ৫২ বিলিয়ন ডলারের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৫২, ৩ জুলাই ২০২২  
রপ্তানিতে বাংলাদেশের ৫২ বিলিয়ন ডলারের রেকর্ড

ছবি: সংগৃহীত

ঢাকা (০৩ জুলাই): ২০২১-২২ অর্থ বছরে ৫২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে রেকর্ড স্থাপন করেছে বাংলাদেশ। রবিবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যে এ খবর জানা গেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো জানিয়েছে, ২০২১-২২ অর্থ বছরের রপ্তানির লক্ষ্যমাত্রার চেয়ে ২০ শতাংশ বেশি হয়েছে। এর ফলে এ বছর আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি বেড়েছে ৩৪ দশমিক ৩৮ শতাংশ।

জুন মাসে বাংলাদেশের রপ্তানি রেকর্ড ৪ দশমিক ৯১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। আগের বছর একই সময়ে এ রপ্তানির পরিমাণ ছিল ৩ দশমিক ৫৮৭ বিলিয়ন মার্কিন ডলারের চেয়েও কম।

রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, তৈরি পোশাক, কৃষিপণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশল পণ্য এবং ফার্মাসিউটিক্যালসের পণ্য রপ্তানি বাড়ায় সার্বিক ভাবে দেশের রপ্তানিতে প্রভাব ফেলেছে।

বাণিজ্য মন্ত্রণালয় ২০২১-২২ অর্থ বছরে ৪৩ দশকি ৫০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। ২০২০-২১ সালে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩৮ দশমিক ৭৯ বিলিয়ন মার্কন ডলার।

 

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়