শুক্রবার

১৯ এপ্রিল ২০২৪


৬ বৈশাখ ১৪৩১,

১০ শাওয়াল ১৪৪৫

বন্যাদুর্গতদের সহযোগিতায় এনার্জিপ্যাক পরিবার

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৫৬, ৩ জুলাই ২০২২  
বন্যাদুর্গতদের সহযোগিতায় এনার্জিপ্যাক পরিবার

ছবি: সংগৃহীত

ঢাকা (০৩ জুলাই): সিলেটের বন্যাদুর্গত ও আটকে পড়া মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছে এনার্জিপ্যাক পরিবার। শনিবার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের মাধ্যমে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের (ইপিজিএল) কর্মীরা বন্যাদুর্গতদের পাশে দাঁড়ায়।

সিলেট-সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত ৪শ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে এনার্জিপ্যাক পরিবার। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন পাওয়ার ও এনার্জি ডিভিশন’র সিবিও মোহাম্মদ মাসুম পারভেজ, এইচআরএডি’র সিনিয়র ম্যানেজার মো. ফয়সাল পারভেজ, হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট’র সিনিয়র ম্যানেজার মো. ইমরান আজিম সহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মীবৃন্দ। কর্মীদের পাশাপাশি কোম্পানি ম্যানেজমেন্টও বন্যাদুর্গত মানুষের সহযোগিতায় এগিয়ে আসে।

দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড সবসময় মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর চেষ্টা করে। ইপিজিএল’র প্রত্যাশা সিলেট ও পার্শ্ববর্তী জেলাগুলোতে দ্রুত ও কার্যকরভাবে বন্যাদুর্গতদের পুনর্বাসন করা হবে।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়