মঙ্গলবার

১৬ এপ্রিল ২০২৪


৩ বৈশাখ ১৪৩১,

০৭ শাওয়াল ১৪৪৫

কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণ প্রকল্প অনুমোদিত

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৩:২৫, ২৮ জুন ২০২২   আপডেট: ১৬:২১, ২৮ জুন ২০২২
কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণ প্রকল্প অনুমোদিত

ছবি: সংগৃহীত

ঢাকা (২৮ জুন): কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ প্রশস্ত করতে এক হাজার ৯২ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে সরকার।

আজ মঙ্গলবার ঢাকায় এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

একনেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি এ বৈঠকে যুক্ত হন।

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯২ দশমিক ৩৫ কোটি টাকা। যা বাস্তবায়নের সম্ভাব্য লক্ষ্য জুলাই ২০২২ হতে জুন ২০২৫-এর মধ্যে। প্রকল্পটির অবস্থান কক্সবাজারের সদর, রামু ও উখিয়া উপজেলা এলাকা। 

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ৩০ দমমিক ৪০ কিলোমিটার সড়কাংশ ৫ দশমিক ৫ মিটার এবং রেজু খালের উপর বিদ্যমান ৩০৫ মিটার দীর্ঘ সেতুটি ১০ দশমিক ২৫ মিটার (দুই লেন) প্রস্থে উন্নীতকরণের মাধ্যমে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা স্থাপন, পর্যটন শিল্পের প্রসারসহ এ প্রকল্প এলাকার আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করবে বলে বলা হয়েছে।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়