বৃহস্পতিবার

২৫ এপ্রিল ২০২৪


১২ বৈশাখ ১৪৩১,

১৬ শাওয়াল ১৪৪৫

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৩২, ২৭ জুন ২০২২   আপডেট: ১৭:৫৪, ২৭ জুন ২০২২
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ দেওয়ার নির্দেশ

বাংলাদেশ ব্যাংক (ফাইল ফটো)

ঢাকা (২৭ জুন): কৃষি ঋণ গ্রাহক পর্যায়ে ৪ শতাংশ সুদহারে বিতরণের জন্য গঠিত তিন হাজার কোটি টাকার বিশেষ তহবিলের আওতায় বরাদ্দপ্রাপ্ত ব্যাংক সমূহ কর্তৃক তাদের অব্যবহৃত স্থিতির নূন্যতম ৪০ শতাংশ বন্যায় ক্ষতিগ্রস্থ জেলা সমূহে বিতরণ নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত বছর কৃষি খাতের জন্য নতুন করে ৩ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। তহবিলের আওতায় কৃষক ব্যাংক থেকে ৪ শতাংশ সুদহারে ঋণ নিতে পারবেন। 

করোনায় অর্থনৈতিক মন্দা থেকে কৃষকদের রক্ষা করতে ‘কৃষি খাতে বিশেষ প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন স্কিম (দ্বিতীয় পর্যায়)’ নামে এ তহবিল গঠন করা হয়। এ প্যাকেজ থেকে ব্যাংকগুলো ১ শতাংশ সুদে তহবিল পাবে, আরও ৩ শতাংশ বাড়তি নিয়ে তারা ঋণ বিতরণ করতে পারবে।
 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়