বুধবার

২৪ এপ্রিল ২০২৪


১১ বৈশাখ ১৪৩১,

১৪ শাওয়াল ১৪৪৫

বন্ধু সোসাইটিকে আয়কর থেকে অব্যহতি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:১৬, ২৬ এপ্রিল ২০২২   আপডেট: ২১:২৩, ২৬ এপ্রিল ২০২২
বন্ধু সোসাইটিকে আয়কর থেকে অব্যহতি

ছবি: সংগৃহীত

ঢাকা (২৬ এপ্রিল): সব ধরনের আয়কর থেকে বন্ধু সোশাল ওয়েলফেয়ার সোসাইটিকে পাঁচ বছরের জন্য অব্যহতি দিয়েছে সরকার।

সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগ খেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, ১৯৮৪ এর সেকশন(৪) এর বি ধারা প্রদত্ত ক্ষমতাবলে, বন্ধু সোশাল ওয়েলফেয়ার সোসাইটি এর ব্যাংক সুদ থেকে আয় ছাড়া সকল প্রকার দান ও অনুদান হিসেবে প্রাপ্ত আয় এবং হিজড়া ও লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উন্নয়নমূলক কার্যμম হইতে উদ্ভূত আয়কে উক্ত ধারার অধীন আরোপণীয় আয়কর প্রদান করা হলো।

তবে দুটি শর্তে অব্যাহতি প্রদান করা হয়েছে। শর্ত দুটির একটি হল, এই প্রজ্ঞাপনের মাধ্যমে অব্যাহতি প্রাপ্ত সম্পূর্ণ আয় হিজড়া এবং লিক্সগ বৈচিত্র্য জনগোষ্ঠীর উন্নয়নমূলক কার্যμমে ব্যয় করিতে হবে। অন্যটি বন্ধু সোশাল ওয়েলফেয়ার সোসাইটিকে উক্ত ধারার বিধানাবলি পরিপালন করতে হবে।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়